logo

বিএনপি নেত্রী নিপুণ রায় জামিনে মুক্ত

Friday, 18 June 2021


নাশকতার ষড়যন্ত্রের’ অভিযোগে আড়াই মাস কারাগারে থাকার পর হাই কোর্টের দেওয়া জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

শুক্রবার দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন তার বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

কেরানীগঞ্জ কারাগারের সামনে বিএনপি নেতা-কর্মীরা নিপুণকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন।

গত ১৬ জুন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাই কোর্ট বেঞ্চ নিপুণ রায় চৌধুরীকে জামিন দেয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। গত ২৮ মার্চ রায়েরবাজারর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

্যাবের পক্ষ থেকে সে সময় বলা হয়, হেফাজতে ইসলাম হরতাল ডাকার পর বিএনপির এক কর্মীকেবাসে আগুন দিতে বলেছিলেন’ নিপুণ।

নিপুণ রায় এবং কেরানীগঞ্জের বিএনপি কর্মী আরমানের কথিত সেইটেলি কথোপকথনের’ একটি অডিও তখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনায় হাজারীবাগ থানায় নাশকতা ও অগ্নিসংযোগের মামলা করা হয়। এছাড়া যাত্রাবাড়ী থানায় বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় নিপুণকে। দুই মামলায় দুই দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওইসব মামলাকেবানানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আসছেন।

এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নিপুণ রায় চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে। তখনও তিনি আড়াই মাসের বেশি সময়ে কারাগারে ছিলেন।