logo

৩৩ বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী টম্পসন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Saturday, 31 July 2021


অলিম্পিকের তিন আসরে ১০০ মিটারের মুকুট জয়ের স্বপ্ন পূরণ হলো না জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের। ‘বিশাল অর্জনের’ স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তাকে পেছনে ফেলে টোকিও অলিম্পিকসে দ্রুততম মানবীর মুকুট পরেছেন তারই স্বদেশি এলেইন টম্পসন।

টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে শনিবার অলিম্পিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকসের ৩৩ বছরের পুরান রেকর্ড ভেঙেছেন টম্পসন।

১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং নিয়ে এতদিন অলিম্পিকসের রেকর্ড টাইমিংয়ের মালিক ছিলেন।

১০ দশমিক ৭৪ সেকেন্ড টাইমিং করে রুপা পেয়েছেন বেইজিং ও লন্ডন অলিম্পিকসে দ্রুততম মানবীর মুকুট জেতা ফ্রেজার-প্রাইস। টোকিওতে পা রেখেই আগের সাফল্যকে তিনি ‘বড় প্রাপ্তি’ বলেছিলেন। চেয়েছিলেন ‘বিশাল অর্জন’-এর সাফল্যে ভাসতে।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকস ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকসে মেয়েদের ১০০ মিটারে সেরা হওয়া ফ্রেজার-প্রাইস পরের আসরে সাফল্য ধরে রাখতে পারেননি। ২০১৬ সালের রিও দে জেনেইরোর আসরে পেয়েছিলেন রুপা।

টোকিওতে ১০০ মিটারে সেরা হতে পারলে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসে প্রথম নারী হিসেবে ব্যক্তিগত কোনো এক ইভেন্টে তিনটি সোনা জয়ের কীর্তি গড়তেন ফ্রেজার-প্রাইস। ওই রেকর্ডেকেই পাখির চোখ করেছিলেন তিনি, কিন্তু হলো না। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৯টি সোনা জয়ী এই অ্যাথলেট জানালেন টোকিওর ব্যর্থতা তাকে কাঁদাবে।