logo

সোনা জিতে অনন্য কীর্তি লেডেকির

এফই ডেস্ক | Saturday, 31 July 2021


লন্ডন, রিও দে জেনেইরো ঘুরে টোকিও অলিম্পকস। মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার মানেই যেন কেটি লেডেকির সাফল্যের গল্প। অসাধারণ ধারাবাহিকতায় এবার ইতিহাসে ঠাঁই পেয়ে গেলেন তিনি। প্রথম মহিলা সাঁতারু হিসেবে এ ইভেন্টে টানা তিন অলিম্পিকে মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু।

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে শনিবার ৮ মিনিট ১২ দশমিক ৫৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন লেডেকি। ১ দশমিক ২৬ সেকেন্ড বেশি সময় নিয়ে এ ইভেন্টে রুপা পেয়েছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস। ইতালির সিমোনা কুয়াদারেল্লা ৮ মিনিট ১৮ দশমিক ৩৫ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকসে ৮ মিনিট ০৪ দশমিক ৭৯ সেকেন্ড সময় নিয়ে ৮০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ড ও অলিম্পিক রেকর্ড গড়েছিলেন লেডেকি। এবার অবশ্য রেকর্ডের ধারেকাছে যেতে পারেননি ২৪ বছর বয়সী এই সাঁতারু।

টোকিওর আসরে এটি লেডেকির দ্বিতীয় সোনা। ১৫০০ মিটার ফ্রিস্টাইলে প্রথম সোনাটি জিতেছিলেন তিনি।