logo

বিশ্বজুড়ে বিদেশি বিনিয়োগ কমেছে ৩৫ শতাংশ

এফই অনলাইন প্রতিবেদন | Monday, 21 June 2021


করোনার ধাক্কায় বিশ্বজুড়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ২০২০ সালে ৩৫ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)।

আজ সোমবার সকালে জেনেভা থেকে প্রকাশ করা বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন ২০২১ (ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২১) থেকে এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায় যে গত বছর বৈশ্বিক এফডিআই ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো এক লাখ কোটি (এক ট্রিলিয়ন) মার্কিন ডলারের নিচে নেমে এসেছে।

২০১৯ সালে বিশ্বজুড়ে বিদেশি বিনিয়োগের মোট প্রবাহ যেখানে ছিল এক লাখ ৫৩ হাজার কোটি ডলার সেখানে ২০২০ সালে তা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৮৯১ কোটি ডলারে।

কোভিড-১৯ মহামারীর নেতিবাচক প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউনে যাওয়ায় বিদ্যমান বিনিয়োগ প্রকল্পগুলোর বাস্তবায়ন শ্লথ ও স্থবির হয়ে পড়ে, মন্দার আশংকায় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো নতুন প্রকল্প গ্রহণেও সতর্কতা দেখায় বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

তবে উন্নয়নশীল বিশ্বে বিদেশি বিনিয়োগের পতন তুলনামূলকভাবে কম হয়েছে (আট শতাংশ), আর তা হয়েছে এশিয়ায় সার্বিকভাবে বিনিয়োগ প্রবাহ জোরাল থাকায়।

ইউরোপ ও উত্তর আমেরিকায় গতবছর যথাক্রমে ৮০ ও ৪০ শতাংশ হারে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার বিপরীতে এশিয়ায় বেড়েছে চার শতাংশ।

বৈশ্বিক প্রবণতার সাথে তাল মিলিয়ে গত বছর বাংলাদেশেও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ কমেছে ১০ দশমিক ৮০ শতাংশ। ২০১৯ সালে যেখানে ২৮৭ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছিল, সেখানে ২০২০ সালে তা নেমে এসেছে ২৫৬ কোটি ডলারে।

এ নিয়ে পরপর দু’বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমল।

জাতিসংঘের এই সংস্থাটি অবশ্য আশাবাদ ব্যক্ত করে বলেছে যে চলতি বছর, অর্থাৎ ২০২১ সালে বিদেশি বিনিয়োগের পতন থামবে এবং তা ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

[‘বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন ২০২১‘ আগেভাগেই সাংবাদিকদের কাছে শর্তসাপেক্ষে সরবরাহ করা হয়েছিল। তাতে আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ১১:০০টার আগে এ থেকে কোনো প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা বহাল ছিল। তবে দুয়েকটি পত্রিকা শর্ত না মেনে নির্ধারিত সময়ের অনেক আগেই তা প্রকাশ করে দিয়েছে।]