টোকিও অলিম্পিকসের প্রথম ডোপপাপী ওকাগবারে


এফই ডেস্ক | Published: July 31, 2021 12:09:13 | Updated: July 31, 2021 16:36:34


টোকিও অলিম্পিকসের প্রথম ডোপপাপী ওকাগবারে

হিট পেরিয়ে ১০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে উঠেছিলেন ব্লেসিং ওকাগবারে। কিন্তু শেষ পর্যন্ত ডোপ টেস্টে ধারা পড়ে গেলেন এই নাইজেরিয়ান স্প্রিন্টার। নিষিদ্ধ হরমোন নেওয়ার কারণে টোকিও অলিম্পিকস শেষ হয়ে গেছে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকসে লং জাম্পে রুপা জয়ী এই অ্যাথলেটের।

ডোপ টেস্টে ওকাগবারের পজিটিভ আসার কথা শনিবার এক বিবৃতিতে জানায় অ্যাথলেটিকস ইনটেগ্রিটি ইউনিট (এআইইউ)। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের হিট অনায়াসে পার হন তিনি। ১১ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে হিট পেরিয়ে উঠেছিলেন সেমি-ফাইনালে।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে এবং লং জাম্পে সোনা জয়ী এই অ্যাথলেটের টোকিওতে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট ও ১০০ মিটার রিলেতেও অংশ নেওয়ার কথা ছিল। à¦–বর à¦¬à¦¿à¦¡à¦¿à¦¨à¦¿à¦‰à¦œ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like