গুলশানে ভবনে আগুন, দগ্ধ সাত


এফই অনলাইন ডেস্ক | Published: October 27, 2021 15:00:02 | Updated: October 27, 2021 18:02:52


ছবিঃ ইউএনবি

রাজধানীর গুলশানে ছয়তলা একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে অগ্নি নির্বাপক বাহিনী।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ১০৩ নম্বর সড়কের ওই ভবনের দোতলায় আগুন লাগার খবর পান তারা। পরে তাদের তিনটি ইউনিট আগুন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাইফুজ্জামান বলেন, “সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমারা কাজ করছি। কীভাবে আগুন লেগেছে, জানার চেষ্টা করছি।”

১০৩ নম্বর সড়কের ৩৮/এ হোল্ডিংয়ে ওই ভবনের নিাম দক্ষিণায়ণ। নিচ তলার পুরোটাজুড়ে গাড়ি রাখার জায়গা, উপরের পাঁচটি ফ্লোরে সব মিলিয়ে দশটি ইউনিট রয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভবনের একজন নিরাপত্তাকর্মী বলেন, “দোতলার এক ফ্ল্যাটে এসি বিস্ফোরিত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে।”

ওই ফ্ল্যাটের প্রায় সবগুলো ঘরই আগুনে পুড়ে গেছে। আগুন ছড়িয়েছে তৃতীয় ও চতুর্থ তলার একটি করে ইউনিটেও।

ষষ্ঠ তলার বাসিন্দা এক নারী জানান, আগুন লাগার পর পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে যায়। সন্তানদের নিয়ে তিনি দ্রুত নেমে আসেন।

Share if you like