Loading...

কোভিড: রাজশাহীতে একদিনে আরও ১০ মৃত্যু


ফাইল ছবি ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় দশজনের মৃত্যু হয়েছে; যার মধ্যে একজন আক্রান্ত ছিলেন, বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময়ে ওই দশজন মারা যান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মৃতদের মধ্যে মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ১ জন।

এ নিয়ে চলতি মাসের গত ২০ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ২০ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের কোভিড ইউনিটে ২০৩ জন মারা গেলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন জানিয়ে হাসপাতাল পরিচালক বলেন, তাদের মধ্যে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯, নাটোরের ৩, নওগাঁর ৬ ও পাবনার ১ জন। সুস্থ্ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ জন।

রোববার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৩০৯ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৭৭ জন। যা আগের দিন ছিল ৩৬৫ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি কোভিড রোগীর ৫০ ভাগের বেশী গ্রাম থেকে আসছেন; যাদের অধিকাংশই কৃষক বা গৃহিনী। আর শহরের যারা আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তাদের অধিকাংশই ব্যবসায়ী বলে জানান শামীম।

গোদাগাড়ী ও তানোর উপজেলা থেকে সবচেয়ে বেশি রোগী আসছে। এর পরের অবস্থানে আছে দুর্গাপুর, বাগমারা ও চারঘাট উপজেলা। সিটি করপোরেশনের মধ্যে বোয়ালিয়া থানা এলাকার রোগী বেশি। যাদের অধিকাংশই ব্যবসায়ী।

তিনি বলেন, “গ্রামের লোকজনদের স্বাস্থ্যবিধি পালনে সচেতন করতে ইউনিয়ন পর্যায়ের প্রচার-প্রচারণায় জোর দিতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সেখানে কাজে লাগাতে হবে।

শুধু হাসপাতালের চিকিৎসার ওপর নির্ভর হয়ে থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে। মনে রাখতে হবে প্রতিটি হাসপাতালের নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে।”

এদিকে রাজশাহীতে ফের বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। শনিবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, করোনাভাইরাস শনাক্তের হার হয়েছে ৪৬ দশমিক ৯৯ শতাংশ। যা আগের দিন শুক্রবার ছিল ৩০ দশমিক ০৬ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার ৪৩ দশমিক ৮৭ শতাংশ, বুধবার ৪১ দশমিক ৫০ শতাংশ এবং মঙ্গলবার ছিল ৪৩ দশমিক ৪৪ শতাংশ।

শনিবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে ৬৫২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৮০ জনের কোভিড পজেটিভ এসেছে বলে জানান শামীম।

রাজশাহী ছাড়াও নওগাঁর ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যা শনাক্তের হার ৫৯ দশমিক ৪৬ শতাংশ।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ২০০ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের পজেটিভ আসে। এখানে শনাক্তের হার ৩১ দশমিক ৫০ শতাংশ।

এ ছাড়া বিদেশগামী ছয়জনের নমুনা পরীক্ষা করে দুইজনের পজেটিভ এসেছে।

Share if you like

Filter By Topic