Loading...

আমাকে ‘পরিকল্পিতভাবে’ গভীর রাতে বোট ক্লাবে নেওয়া হয়: পরীমনি

| Updated: June 15, 2021 11:58:37


আমাকে ‘পরিকল্পিতভাবে’ গভীর রাতে বোট ক্লাবে নেওয়া হয়: পরীমনি

সাভার থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় চিত্রনায়িকা পরীমনি অভিযোগ করেছেন, তাকে গভীর রাতে ঢাকা বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়েছিল ‘পরিকল্পিতভাবে’।

মামলার প্রধান আসামি উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ (৫০) ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি)।

এজাহারে ২ নম্বর আসামি করা হয়েছে অমি নামে ৪০ বছর বয়সী একজনকে, যিনি পরীমনির কস্টিউম ডিজাইনার জিমির ‘পরিচিত’ বলে আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এই অভিনেত্রী।

মামলার ছয় আসামির মধ্যে বাকি চারজনকে এজাহারে দেখানো হয়েছে ‘অজ্ঞাতনামা’ হিসেবে, যারা প্রধান আসামিকে সহযোগিতা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরীমনি তার মামলায় বলেছেন, দুই নম্বর আসামি অমি ‘পরিকল্পিতভাবে’ ৮ জুন রাতে তাকে বোট ক্লাবে নিয়ে যায়। সেখানে প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন। বাধা দিতে গিয়ে ‘মারধরের’ শিকার হন পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি।

এজাহারে বলা হয়েছে, “আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে।”

সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, “আসামিদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।”

পরীমনির অভিযোগের বিষয়ে আবাসন ব্যবসায়ী নাসিরের বক্তব্য জানা যায়নি। তার একটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। আরেকটি নম্বরে ফোন করলে তা ধরেন উত্তরা ক্লাবের এক কর্মচারী। তিনি বলেন যে এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

রোববার রাতে এক ফেইসবুক পোস্টে হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার ওই অভিযোগ সামনে আনেন দুই ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ন করা পরীমনি।

 

Share if you like

Filter By Topic