Loading...

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত

| Updated: June 21, 2021 17:27:18


নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্বর থাকায় তাকে শনিবার রাতে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে রাখা হয়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

 তবে রোববার অবস্থার উন্নতি ঘটনায় আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে।

৭৯ বছর বয়সী এ নির্বাচন কমিশনার কোভিড-১৯ টিকার দুটি ডোজই নিয়েছেন।

তার একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দিন সাংবাদিকদের বলেন, “শনিবার বেশ জ্বর হলে (১০৩ ডিগ্রি) ও অক্সিজেন সেচুরেশন কম হলে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় স্যারকে। কাশি, সর্দি বা অন্য কোনো উপসর্গ ছিল না। তবু আইসিইউতে ভর্তি করা হয়।

“সেই সঙ্গে করোনাভাইরাসের নমুনাও দেওয়া হয়। আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।”

তিনি বলেন, “এখন স্যারের অবস্থা ভালো হয়েছে, কেবিনে রাখা হয়েছে। সিইসি কে এ নূরুল হুদা স্যার, রফিকুল ইসলাম স্যার খোঁজ খবর রাখছেন।”

ইসি কর্মকর্তারা জানান, মাহবুব তালুকদারের সংক্রমণ ধরা পড়লেও তার স্ত্রীর কোনো উপসর্গ নেই। তার যে মেয়ে সবসময় তার দেখভাল করছেন, তিনিও সংক্রমণমুক্ত রয়েছেন।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনে মাহবুব তালুকদারই বয়ঃজ্যেষ্ঠ।

সাবেক এই সরকারি কর্মকর্তা ২০১৭ সাল থেকে নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন।

মাহবুব তালুকদার লেখালেখিও করেন। কবিতা, গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ৪০। তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন।

Share if you like

Filter By Topic