Loading...

দুই ডোজে আলাদা টিকায় ‘হালকা পার্শ্ব প্রতিক্রিয়া’

| Updated: May 13, 2021 19:53:45


দুই ডোজে আলাদা টিকায় ‘হালকা পার্শ্ব প্রতিক্রিয়া’

অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের কোভিড-১৯ টিকার দুটি আলাদা ডোজ নেওয়া প্রাপ্তবয়স্কদের মধ্যে কারও কারও শরীরে হালকা থেকে মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে বলে ইঙ্গিত এসেছে এক গবেষণায়।

একই টিকার দুটি ডোজের বদলে আলাদা টিকার ডোজে তুলনামূলক বেশি লোকের ঠাণ্ডা লাগা, মাথা ব্যথা ও পেশিতে ব্যথা হতে পারে বলে সতর্কও করা হয়েছে এতে।

যদিও এসব পার্শ্বপ্রতিক্রিয়া বেশিক্ষণ থাকছে না; এবং আলাদা টিকার ডোজে আর কোনো নিরাপত্তা ঝুঁকিও দেখা যাচ্ছে না বলে গবেষণায় আশ্বস্ত করা হয়েছে, জানিয়েছে বিবিসি।

“প্রাপ্ত এই তথ্য বেশ কৌতুহলোদ্দীপক, এবং এমন নয় যে আমরা এটা আশা করছিলাম না,” বলেছেন অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের ম্যাথু স্ন্যাপ।

টিকার প্রথম ডোজ নেওয়ার পর পৃথক কোনো টিকার দ্বিতীয় ডোজে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তৈরি হয় কিনা, নতুন নতুন ভ্যারিয়েন্টগুলোর বিপক্ষে বেশি কার্যকারিতা পাওয়া যায় কিনা এবং সরবরাহে ঘাটতি দেখা গেলে আলাদা টিকার ডোজ দেওয়া যাবে কিনা, তা দেখতে ফেব্রুয়ারিতে এ সিওএম-সিওভি গবেষণাটি শুরু হয়েছিল।

কানাডার অন্টারিও ও ক্যেবেক প্রদেশ জানিয়েছে, তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং এই ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধা নিয়ে উদ্বেগ থেকে সামনের দিনগুলোতে নাগরিকদেরকে আলাদা টিকার দুই ডোজ দেওয়ার পরিকল্পনা করছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে চলা এ সিওএম-সিওভি গবেষণায় শুরুতে পঞ্চাশোর্ধ ৮৩০ জনকে আলাদা টিকার দুই ডোজ দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল।

জুনে এই গবেষণার ফলাফল প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক নিবন্ধে সিওএম-সিওভিতে পাওয়া প্রাথমিক কিছু তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে।

এতে দেখা গেছে, যাদেরকে ৪ সপ্তাহের ব্যবধানে অ্যাস্ট্রাজেনেকার দুটি ডোজ দেওয়া হয়েছিল তাদের প্রতি ১০ জনে একজন ভ্যাকসিন নেওয়ার পর জ্বর জ্বর ভাবের কথা জানিয়েছেন।

অন্যদিকে যারা অ্যাস্ট্রাজেনেকার একটি ও ফাইজারের আরেকটি ডোজ নিয়েছেন, তাদের প্রতি ১০০ জনে ৩৪ জন একই পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন।

“একই রকম পার্থক্য দেখা যাচ্ছে ঠাণ্ডা লাগা, ক্লান্তি, মাথা ব্যথা, অস্থিরতা ও পেশি ব্যথাজনিত উপসর্গের ক্ষেত্রেও,” বলেছেন গবেষণাটির প্রধান অনুসন্ধান কর্মকর্তা অধ্যাপক স্ল্যাপ।

এপ্রিলে গবেষণাটির আওতা বাড়ানো হলে যুক্ত করা হয় আরও এক হাজার ৫০ জনকে; নতুনদেরকে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের পাশাপাশি মডার্না ও নোভাভ্যাক্সের কোভিড টিকাও দেওয়া হচ্ছে, জানিয়েছে বিবিসি।

Share if you like

Filter By Topic