Loading...

কোভিড: রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

| Updated: June 15, 2021 18:33:53


কোভিড: রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে মৃত ১২ জনের বাকি চারজন ‘উপসর্গ নিয়ে চিকিৎসাধীন’ ছিলেন।

শামীম ইয়াজদানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃতদের মধ্যে আটজন পুরুষ, চারজন মহিলা। এদের মধ্যে সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জের সাতজন। এছাড়া রাজশাহীর তিনজন এবং নাটোর ও নওগাঁর একজন করে আছেন।

এই ১২ জনকে নিয়ে চলতি মাসের প্রথম ১৫ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ হলো। এর মধ্যে ৮৮ জনই মারা গেছেন কোভিড শনাক্ত হওয়ার পর।

এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ৪ জুন ১৬ জন; আর সর্ব নিম্ন ছিল ৬ জুন ছয়জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পরিচালক শামীম জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯, চাঁপাইনবাবগঞ্জের আট, নাটোরের চারজন, নওগাঁ পাঁচজন ও কুষ্টিয়ার দুইজন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের ২৭৩ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৩২৫ জন। অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে ৫২ জন রোগীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২, নাটোরের ১৭, নওগাঁর ২৬, পাবনার ৪, কুষ্টিয়ার ৬ ও চুয়াডাঙ্গার ১ জন।

তবে রাজশাহীতে কোভিড সংক্রমণের হার আরও কমেছে। সোমবার দুটি ল্যাবে রাজশাহীর ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়, ১১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

রাতে প্রকাশিত দুটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শনাক্তের হার কমে ৩০ দশমিক ১৭ শতাংশে নেমেছে, যা আগের দিন ছিল ৪১ দশমিক ১৮ শতাংশ।

এর আগে শনিবার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ। ফলে গত দুই দিনে রাজশাহীতে শনাক্তের হার কমেছে ২৩ দশমিক ৫০ শতাংশ।

Share if you like

Filter By Topic