Loading...

কোভিড: এক দিনে শনাক্ত বেড়ে ৩৮৮৩, মৃত্যু ৫৪ জনের

| Updated: June 19, 2021 10:43:37


কোভিড: এক দিনে শনাক্ত বেড়ে ৩৮৮৩, মৃত্যু ৫৪ জনের

নতুন করে সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে গত এক দিনে আরও ৩ হাজার ৮৮৩ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে, আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এক দিনে মৃত্যুর সংখ্যা আগের দিনে চেয়ে কিছুটা কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। কেবল খুলনা বিভাগেই হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৩৯৯ ।

সরকারি হিসাবে,আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৯৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় গত ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ জুন তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

 

Share if you like

Filter By Topic