Loading...

কোভিড-১৯: ব্রাজিলে মৃত্যু ৫ লাখ ছাড়াল

| Updated: June 20, 2021 17:53:42


ছবি: রয়টার্স ছবি: রয়টার্স

কোভিড-১৯ মহামারীতে মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে।

টিকাদান কর্মসূচীর ধীর গতি, করোনাভাইরাসের নতুন ধরন ছড়াতে থাকায় ও শীতের শুরু এবং সামাজিক দূরত্ব বিধি ফের আরোপ করতে সরকারের অনীহা, এসব কারণে দেশটিতে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ব্রাজিলের মাত্র ১১ শতাংশ পূর্ণবয়স্ক লোককে করোনাভাইরাস টিকার দুটি ডোজই দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ অবস্থায় পরিস্থিতিকে ‘সংকটজনক’ বলে অভিহিত করেছে দেশটির স্বাস্থ্য ইনস্টিটিউট ফিয়োক্রুজ।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন আর এদের মধ্যে পাঁচ লাখ ৮০০ জনের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহে দেশটিতে দৈনিক গড়ে ২০০০ জন করে রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।

Share if you like

Filter By Topic