Loading...

ঈদের আগের দিন উত্তরের পথ ফাঁকা


ঈদের আগের দিন উত্তরের পথ ফাঁকা

ঈদের আগের দিন টাঙ্গাইলে উত্তরের পথ  ফাঁকা হয়ে গেছে; স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। 

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে উত্তরবঙ্গের পথে কোথাও ধীরগতি বা যানজট দেখা যায়নি। অন্য দিনের তুলনায় যানবাহনও কম চলাচল করতে দেখা গেছে। গাড়িতে যাত্রীও ছিল কম। খবর  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, “মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। তবে গত দুই দিন এ সড়কে অতিরিক্ত গাড়ির চাপ ছিল।” 

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখলেও বুধবার টাঙ্গাইলের মহাসড়কে অন্যান্য গাড়ির চাপ বাড়ে। তাছাড়া কিছু দূরপাল্লার বাসও নেমে পড়ে সড়কে। বৃহস্পতিবার দূরপাল্লার বাস তেমন দেখা যায়নি বলে পুলিশ সুপার জানিয়েছেন।

Share if you like

Filter By Topic