Loading...

অনিবন্ধিত ডায়াগনস্টিক-ক্লিনিক ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ

| Updated: May 27, 2022 13:11:56


ফাইল ছবি (সংগৃহীত)    ফাইল ছবি (সংগৃহীত)   

নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো ৭২ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

বুধবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

তিনি বলেন, “যেসব ক্লিনিক বা ডায়াগনস্টিকের লাইসেন্স নেই, তিন দিনের মধ্যে সেগুলো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

“লাইসেন্স না থাকলে তো কেউ কাজ করতে পারবে না। তারা যেন দ্রুত লাইসেন্স করে নেয়, সেজন্যই এ সিদ্ধান্ত হয়েছে।”  

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকদের বলা হয়েছে বলে জানান তিনি।  

এছাড়া নিবন্ধন নবায়ন না করা প্রতিষ্ঠানগুলোকেও নবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।   

সভায় অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া দেওয়ার কাজে এবং অপারেশন থিয়েটারে (ওটি) অনিবন্ধিত চিকিৎসক রাখা হলে স্বাস্থ্য সেবা কেন্দ্রসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।  

 

Share if you like

Filter By Topic