logo

ডিবি কার্যালয়ে যাচ্ছেন পরীমনি

Tuesday, 15 June 2021


তদন্তের জন্য কথা বলতে চাইলে পুলিশের ডাকে সাড়া দিয়ে চিত্রনায়িকা পরীমনি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে যাচ্ছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মঙ্গলবার সোয়া তিনটার দিকে পরীমনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসা থেকে ডিবি কার্যালয়ের দিকে রওনা করেছেন তিনি।

পরীমনিকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয়েছে কিনা জানতে চাইলে গুলশান বিভাগের পুলিশের উপ কমিশনার মশিউর রহমান জানান, মামলার বিষয়ে জানতে চাওয়ার জন্য পরীমনিকে আসতে বলা হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার (পরীমনি) সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা কথা বলবেন, অনেক কিছু জানতে চাইবেন। তাই আসতে বলেছি-যদি আসেন!”

এদিকে পরীমনির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

চলচ্চিত্র নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার সাভার থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলা করেন।

সোমবারই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নাসির অমিসহ আরও তিন নারীকে উত্তরা থেকে গ্রেপ্তার করে। সে সময় ওই বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। 

পরে সোমবার মধ্যরাতে বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি দায়ের করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এসআই মানিক কুমার শিকদার।

প্রথমে ফেইসবুকে এবং পরে বনানীতে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে পরীমনি অভিযোগ করেন, গত ৮ জুন রাতে অমি তাকে তুরাগ নদীর তীরে ঢাকা বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন। সেখানে নাসির তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালিয়েছিলেন।