Loading...

সিলেটে নতুন গ্যাসক্ষেত্রের অনুসন্ধান শুরু

| Updated: June 16, 2021 11:20:13


সিলেটে নতুন গ্যাসক্ষেত্রের অনুসন্ধান শুরু

সিলেটে গ্যাসে আলামত পেয়ে নতুন কূপের অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী (বাপেক্স)

মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে ড্রিল স্টিম টেস্টের (ডিএসটি) মাধ্যমেসৌভাগ্য শিখা’ জ্বালাতে সক্ষম হয় এই রাষ্ট্রীয় কোম্পানি।

তবে বাপেক্সের উপমহা ব্যবস্থাপক মো. মঞ্জুরুল হক বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যথাযথ পর্যবেক্ষণ করে বলা যাবে এখানে উত্তোলনযোগ্য গ্যাস আছে কিনা।

গ্যাস পাওয়া গেলে এটা বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হবে।

সংশ্লিষ্টরা জানান, এ কূপের অভ্যন্তরে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) চাপ রয়েছে। আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজার পিএসআইর বেশি।

প্রথমত একটি স্তরের টেস্ট চলছে। কূপটিতে মোট চারটি স্তুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স।

সীমান্ত উপজেলা জকিগঞ্জের নতুন এই ফিল্ড থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র এবং ৪৬ কিলোমিটার দূরে গোলাপগঞ্জ গ্যাসক্ষেত্র রয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like

Filter By Topic