শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ


এফই অনলাইন ডেস্ক | Published: September 28, 2021 10:14:51 | Updated: September 29, 2021 18:36:29


প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবিঃ পি আই ডি

সংগ্রামমুখর এক জীবনের ৭৪ বছর পাড়ি দিয়ে ৭৫ এ পদার্পণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি কাণ্ডারি হয়ে বাংলাদেশ চালাচ্ছেন টানা এক যুগের বেশি সময় ধরে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়।

জাতির পিতার মেয়ে হয়েও তার জীবন যে কঠিন ছিল, তা ফুটে উঠেছে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদের বাণীতে।

তিনি বলেছেন, “জাতির পিতার কন্যা হওয়া সত্ত্বেও তার চলার পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না।”

বাঙালির জাতিকে মুক্তির পথে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর পথচলায় তাকে পাকিস্তান সরকারের নিপীড়নের শিকার হতে হয়েছে বারবার। সেই প্রভাব পড়েছে পরিবারের উপরও।

স্বাধীন দেশে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ট্রাজেডিতে সপরিবারে সবাইকে হারিয়ে নির্বাসিত জীবন কাটাতে হছে শেখ হাসিনাকে।

দেশে ফেরার পরও ষড়যন্ত্র আর মৃত্যুর ঝুঁকি নিয়েই চলতে হয়েছে শেখ হাসিনাকে, নেতৃত্ব দিতে হয়েছে আওয়ামী লীগকে।

রাষ্ট্রপতির বাণীতে বলা হয়, “২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলাসহ বহুবার তার উপর হামলা হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতই প্রতিবার তাকে এসব বিপদ থেকে রক্ষা করেছে।”

তারপর ২০০৯ সালে দ্বিতীয় বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এখনও সেই পদে অধিষ্ঠিত আছেন শেখ হাসিনা।

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কারণেই বেশ কয়েক বছর ধরে (মহামারীর মধ্যে গত বছর বাদ দিয়ে) জন্মদিনটি বিদেশেই কাটাতে হচ্ছে শেখ হাসিনাকে। এবারও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে রয়েছেন যুক্তরাষ্ট্র সফরে। 

প্রিয় নেত্রীকে কাছে না পেলেও মঙ্গলবার তার জন্মের ৭৪তম বার্ষিকী নানা কর্মসূচিতে উদযাপনের প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। একটি ই পোস্টার প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

বাদ জোহর বায়তুল মোকাররমসহ সারা দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, মন্দির গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজনও রয়েছে।

মহামারীর মধ্যে দিনটি উপলক্ষে দেশজুড়ে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিন সারা দেশে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি তিন দিনে সারা দেশে পঁচাত্তর হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে।

সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিনটি স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখরভাবে উদযাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগ আনন্দ শোভাযাত্রার কর্মসূচি হাতে নিয়েছে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ অন্য সহযোগী সংগঠনগুলোও একই ধরনের কর্মসূচি পালন করবে।

রাজনীতিবিদের ঘরে জন্ম নেওয়া শেখ হাসিনার বেড়ে ওঠা পুরোপুরি রাজনৈতিক আবহে। ষাটের দশকে ইডেন কলেজে ছাত্রলীগের কর্মী হিসাবে তার রাজনৈতিক অঙ্গনে পথচলার শুরু। ১৯৬৬-৬৭ সালে ইডেন কলেজের ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন তিনি।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি নেওয়ার আগেই শেখ হাসিনার বিয়ে হয় পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার সঙ্গে। তাদের দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা হোসেন পুতুল।

Share if you like