Loading...

মালয়েশিয়া পাচারকালে ৩৩ রোহিঙ্গা উদ্ধার

| Updated: May 20, 2022 16:58:52


মালয়েশিয়া পাচারকালে ৩৩ রোহিঙ্গা উদ্ধার

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৩৩ রোহিঙ্গাকে উদ্ধারসহ পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বুধবার রাতে তাদের উদ্ধার করা হয় বলে সেন্টমার্টিন কোস্টগার্ডের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদ জানান।

বৃহস্পতিবার দুপুরে তাদের সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃতদের মধ্যে ২০ জন পুরুষ, ১২ জন নারী ও এক শিশু রয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা আশিক বলেন, তাদের একটি দল টহল দেওয়ার সময় সেন্টমার্টিন দ্বীপ এলাকায় সাগরমুখী একটি ট্রলার দেখতে পেয়ে থামার নির্দেশ দেয়। নির্দেশ না মেনে ট্রলারটি পালানো চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা আটক করেন। ট্রলার থেকে মাঝিসহ পাঁচজনকে আটক এবং ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরের বাসিন্দা।

“সক্রিয় সংঘবদ্ধ একটি দল টাকার বিনিময়ে এই রোহিঙ্গাদের মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল।”

আটক পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

Share if you like

Filter By Topic