Loading...

প্রধানমন্ত্রী এবং বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করার মাসুল সবাইকে দিতে হবে: ওবায়দুল কাদের

| Updated: May 15, 2021 13:39:47


প্রধানমন্ত্রী এবং বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করার মাসুল সবাইকে দিতে হবে: ওবায়দুল কাদের

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দূরপাল্লার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঈদের ছুটি কাটাতে সব বিধি নিষেধ উপেক্ষা করে বাড়ির পথে ছুটে যান অসংখ্য মানুষ।

ফেরিতে না হলে ট্রাক, পিক-আপ, লেগুনা, পণ্য পরিবহনের গাড়ি, এমনকি পায়ে হেঁটেই গন্তব্যের পথ ধরেন তারা।

এভাবে গাদাগাদি করে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করোনাভাইরাসের সংক্রমণ সামনের দিনগুলোয় আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

ঈদের ছুটি শেষে এই মানুষগুলো যখন আবার শহরের দিকে আসতে শুরু করবে তখন করোনাভাইরাসের সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, খবর বিবিসি বাংলা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শুক্রবার ঈদের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিধি নিষেধ অমান্য করার মাসুল মানুষকে দিতে হবে।

তিনি জানান, "ঈদ পরবর্তী শহরমূখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করার মাসুল কিন্তু সবাইকে দিতে হবে।"

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, "চলমান করোনাভাইরাস সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। করোনা কাউকেই ছাড় দেয় না। তাই আসুন দলমত নির্বিশেষে এই সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হই এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।“

স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে সবার অভিন্ন শত্রু করোনাভাইরাস প্রতিরোধের আহবান জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের আহ্বান জানান এবং করোনাভাইরাসে আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য, সবার নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি মহামারীর এই দুঃসময়ে করোনাভাইরাসের সম্মুখ সারির যোদ্ধাদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, পরিবারের সদস্যদের দূরে রেখে সেবাকে করেছেন ব্রত, সেসকল ত্যাগী সম্মুখসারির যোদ্ধাদের আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক।

তিনি বলেন, "মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আঁধার দূর করি এবং সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, দেশকে। এবারের ঈদ, শেষ ঈদ নয়, অপেক্ষা করি পরবর্তী সকালের, বর্ণময় ঈদের।“

আগের সংকটগুলোর মত এই সংকটও কেটে যাবে আশা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, ঠিক একইভাবে করোনা সংকট জয় করে আবার নব উদ্যমে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

"শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মত এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে ইনশাল্লাহ।"

Share if you like

Filter By Topic