Loading...

ডেকো ইশো গ্রুপের সাথে ফসল ডট কমের চুক্তি স্বাক্ষর

এফই অনলাইন ডেস্ক


| Updated: October 17, 2021 10:23:46


ডেকো ইশো গ্রুপের সাথে ফসল ডট কমের চুক্তি স্বাক্ষর

দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান, ডেকো ইশো গ্রুপ সম্প্রতি এগ্রিটেক স্টার্টআপ, ফসল ডট কমের সাথে আর্থিক এবং কৌশলগত মূলধন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।

ফসল ডট কম দেশের সবজি ও ফল-ফলাদি সরবরাহের পুরনো ব্যবস্থা পরিবর্তন করে প্রযুক্তি ও ডেটা ব্যবহারের মাধ্যমে একটি আধুনিক ডিজিটাল সাপ্লাই চেইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে। উক্ত চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেকো গ্রুপের পরিচালক প্রত্যয় হোসেন ও ফসল ডট কমের প্রতিষ্ঠাতা সাকিব হোসেন।

উক্ত বিনিয়োগ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ডেকো গ্রুপের পরিচালক প্রত্যয় হোসেন বলেন, ”খাদ্য নিরাপত্তার অভাব আমাদের সময়ের সবচেয়ে বড় বৈশ্বিক সংকট, এবং ফসল এই সমস্যা সমাধানে লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করছে। আশা করা যায়, একদিন বিশ্বব্যাপী এই বিষয়ে ফসল ডট কম ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে” তিনি আরও বলেন,"আমরা তাদের প্রচেষ্টার অংশ হতে পেরে গর্বিত, এবং আগামী প্রজন্মের পৃথিবী তৈরির প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে একসাথে কাজ করার আশা করছি"।

ফসল ডট কমের প্রচেষ্টায় এখন কৃষকেরা তাদের ন্যায্য মুনাফা পাচ্ছে, পাশাপাশি শহরের ছোট ছোট সবজি ব্যবসায়ীরা সারা রাত না জেগে সকালে সুলভ মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য নিরবচ্ছিন্ন সরবরাহ পাচ্ছে।

ফসল ডট কমের প্রতিষ্ঠাতা ও সিইও সাকিব হোসেন বলেন "কৃষি খাত আমাদের দেশের অন্যতম বড় অর্থনৈতিক চালিকাশক্তি কিন্তু পুরো ইকোসিস্টেম এখনো ১৫০ বছর আগের মতোই কাজ করছে। প্রযুক্তির এই যুগে পুরো ইকোসিস্টেমকে প্রস্তুত করতে আমাদের এই খাতে আরও বিনিয়োগ এবং মেধার প্রয়োগ ঘটাতে হবে । " তিনি আরো বলেন, ”ডেকো ইশোর সাথে আমাদের এই পথচলা ফসলের লক্ষ্য পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।"

ফসল ডট কম ২০২০ সালে যাত্রা শুরু করে এবং খুচরা বিক্রেতাদের মধ্যে ইতোমধ্যেই প্রায় ১৫ লক্ষ কেজি সবজি এবং ফল সফল ভাবে সরবরাহ করতে সক্ষম হয়েছে।

উল্ল্যেখ্য, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি ২,০০০ জন ব্যক্তিকে দুপুরের খাবার এবং ৫০০ জন ব্যক্তিকে সবজি বিতরণ করেছে। এই উদ্যোগটি অলাভজনক প্রতিষ্ঠান বিদ্যানন্দের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সম্পন্ন হয়েছিল।

Share if you like

Filter By Topic