Loading...
The Financial Express

টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৮ শিক্ষার্থীসহ নিহত ২১

| Updated: May 25, 2022 19:34:10


টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৮ শিক্ষার্থীসহ নিহত ২১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক স্কুলে নির্বিচারে গুলির ঘটনায় ২১ জনের প্রাণ গেছে, যাদের মধ্যে ১৮ জন ওই স্কুলের শিক্ষার্থী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিবিসি লিখেছে, মঙ্গলবার সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে ঢুকে ১৮ বছরের এক তরুণ নির্বিচারে গুলি চালানো শুরু করে, পরে সেই হামলাকারী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত হয়।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, সন্দেহভাজন ১৮ বছর বয়সী ওই তরুণের নাম সালভাদর রামোস।  তিনি একাই ওই হামলা চালান বলে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে।

টেক্সাস রেঞ্জের পুলিশের বরাত দিয়ে রাজ্যের সেনেটর রোল্যান্ড গুতিয়েরেজ সিএনএনকে বলেছেন, এ হামলায় ১৮ শিশু এবং প্রাপ্তবয়স্ক তিনজন নিহত হয়েছেন।

গোলাগুলিতে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন; তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবোট।

তদন্তকারীরা জানিয়েছেন, হামলাকারীর হাতে ছিল একটি হ্যান্ডগান এবং একটি এআর- ফিফটিন সেমি অটোমেটিক রাইফেল। স্কুলে ঢুকে নিজের দাদির ওপর গুলি চালিয়ে সে হত্যাকাণ্ডের সূচনা করে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি লিখেছে, ১৮ বছর বয়সী ওই তরুণ স্থানীয় একটি হাই স্কুলের ছাত্র বলে ধারণা করা হচ্ছে।

Share if you like

Filter By Topic