করোনাভাইরাস: দৈনিক শনাক্ত আড়াই মাসের সর্বোচ্চ, মৃত্যু ৮৫ জনের


FE Team | Published: June 23, 2021 19:01:11


করোনাভাইরাস: দৈনিক শনাক্ত আড়াই মাসের সর্বোচ্চ, মৃত্যু ৮৫ জনের

নতুন করে সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে এক দিনে আরও ৫ হাজার ৭২৭ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৮৫ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা গত আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ১৩ এপ্রিল এক দিনে ৬ হাজার ২৮ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল।

এক দিনে ৮৫ জনের বেশি মৃত্যু বাংলাদেশকে দেখতে হয়েছিল দুই মাস আগে; ২৯ এপ্রিল ৮৮ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল সরকারের তরফ থেকে।

গত এক দিনে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে এক হাজারের কাছাকাছি, সেই সঙ্গে বেড়েছে মৃত্যু। মঙ্গলবার দেশে ৪ হাজার ৮৪৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, মৃত্যু হয়েছিল ৭৬ জনের।

শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ২০৬৪ জনই ঢাকা জেলার। আর খুলনা বিভাগে সবচেয়ে বেশি ৩৬ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশ ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত পাওয়া নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে। তাদের মধ্যে ১৩ হাজার ৭৮৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস।

সরকারি হিসাবে একদিনে আরও ৩ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন।

Share if you like